English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০২১ ২২:২৩

সিদ্ধিরগঞ্জে সালমা ওসমান লিপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক
সিদ্ধিরগঞ্জে সালমা ওসমান লিপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ৫ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া ঈদ এলাকায় এ কম্বল বিতরণ করা হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বিএসসি।  নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগ নেতা আবদুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন সাজনু, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সহ-সভাপতি আবদুল হেকিম, সহ দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক আবুল ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সদস্য আবদুল মজিদ প্রমুখ।