English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০২১ ২১:১৯

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

সোমবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, সোমবার নগরীর ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৭০০ পিস ইয়াবাসহ মো আলাউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। শাহ আমানত সেতু এলাকায় অপর একটি অভিযানে ৩২শ’ পিস ইয়াবাসহ শামসুল আলম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একই এলাকায় অভিযান চালিয়ে ১৪৮০ পিস ইয়াবাসহ মোহাম্মদ ওসমান নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।