English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০২১ ১৪:২৫

ঝিনাইদহে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক
ঝিনাইদহে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ‘বঙ্গবন্ধু শিশু শিক্ষালয়’র উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

জেলা ছাত্রলীগের আয়োজনে আজ সকালে শহরের ব্যাপারী পাড়ায় এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ স্কুলের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্কুলের উদ্বোধন শেষে শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা আগত শিক্ষার্থীদের পাঠদান করান। এখন থেকে প্রতিদিন সকাল ও বিকালে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করানো হবে বলে জানিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।