English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০২১ ১৪:২০

নাটোরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক
নাটোরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাটোরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে ১০টার দিকে কান্দিভিটা জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন, দোয়া মোনাজাত এবং শেষে কেক কাটা হয়। 

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী বাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম জেমস ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমসহ প্রমুখ।