English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০২১ ২১:১৬

৪ জেলায় ৫০০ এতিম শিশুর মাঝে উন্নতমানের খাবার বিতরণ র‌্যাবের

অনলাইন ডেস্ক
৪ জেলায় ৫০০ এতিম শিশুর মাঝে উন্নতমানের খাবার বিতরণ র‌্যাবের

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘র‌্যাব সেবা সপ্তাহে’ ৫শ’ এতিম শিশুর মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। 

শনিবার রাতে র‌্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

‘র‌্যাব সেবা সপ্তাহে’ উপলক্ষে বরিশাল নগরীর দক্ষিণ সাগরদী রূপাতলী নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, সৈয়দ ফজলুল করিম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা এবং রূপাতলী দারুদসুন্না কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোট ২শ’ শিশু, পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদ্রাসায় ১শ’ শিশু, ফরিদপুরের তাইবাতুল কোরআন মাদ্রাসায় ১শ’ শিশু এবং মাদারীপুরের জামিয়া কারীমিয়া আরাবিয়া এতিমখানা মাদ্রাসায় ১শ’ শিশুসহ মোট ৫শ’ এতিম শিশুর মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।  ব্যাটালিয়নের কর্মকর্তাসহ অন্যান্য পদবীর র‌্যাব সদস্যরা করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন। 

খাবার পেয়ে সকল এতিম শিশু খুব আনন্দিত হয়। খাবার বিতরণের আগে র‌্যাব, এতিমখানা মাদ্রাসার মুহতামীম, ইমাম ও এতিম শিশুদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবার বর্গের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।