English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০ ১০:৩৬

যাত্রাবাড়ীতে ৪৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই

অনলাইন ডেস্ক
যাত্রাবাড়ীতে ৪৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৪৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী থানার শনিরআখড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। গ্রেফতারকৃতরা হলো, মো. জিয়াউর রহমান মুন্না (২৫) ও মো. হাসান(১৯)। 

অভিযানে নেতৃত্বদানকারী সহাকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবাসহ শনিরআখড়া এলাকায় অবস্থান করছে বলে নির্ভরযোগ্য তথ্য পায়। এমন তথ্যের ভিত্তিতে শনিরআখড়া ব্রিজের ঢাল সংল্গন আবেদীন ভবনের সামনে থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সূত্র: ডিএমপি নিউজ