English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০ ২০:১৮

বরিশালে কারাবন্দিদের শীতবস্ত্র ও করোনা সুরক্ষা সামগ্রী প্রদান

অনলাইন ডেস্ক
বরিশালে কারাবন্দিদের শীতবস্ত্র ও করোনা সুরক্ষা সামগ্রী প্রদান

বরিশাল কারাগারের বন্দিদের চিত্ত বিনোদন ও মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে বই-পুস্তক ও টেলিভিশন এবং শীতবস্ত্রসহ করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী প্রদান করেন প্রধন অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। 

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ, সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী, সিনিয়র সাংবাদিক এসএম ইকবাল, সনাক সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা এবং বনতলা মুর্শিদা।

অনুষ্ঠানে কারাবন্দিদের চিত্ত বিনোদন ও মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে বই-পুস্তক ও টেলিভিশন এবং ১শ বন্দির মাঝে শীতবস্ত্র (কম্বল) ও করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয় বলে জানান জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।