English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০ ০৯:৩৩

ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পলাশপুর গ্রাম থেকে মিসাল বেপারী (২০) নামে এক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিসাল উপজেলার বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় সৌদি প্রবাসী মহিউদ্দিন বেপারীর ছেলে।

সোমবার রাত ৯টার দিকে পলাশপুর গ্রামের নিজ বাড়ির বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মিসালের সাথে ঢাকা জেলার এক নিকট আত্মীর মেয়ের প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি প্রেমের বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে দুই পরিবারের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই মিসাল আত্মহত্যা করতে পারে।  টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।