English Version
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০ ২০:৪৩

নাইক্ষ্যংছড়ি দুর্নীতি দমন কমিটির সভাপতি অস্ত্রসহ আটক

অনলাইন ডেস্ক
নাইক্ষ্যংছড়ি দুর্নীতি দমন কমিটির সভাপতি অস্ত্রসহ আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্নীতি দমন কমিটির সভাপতি শাহ্ সিরাজুল ইসলাম ওরফে সজলকে ৪টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।

রবিবার ভোরে উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ১টি এলজি বন্দুকসহ ৩টি দেশীয় তৈরি লম্বা বন্দুক।

বিজিবির ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মু, জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতা সৃষ্টি ও মানুষের ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে নিজ বাড়িতে সংরক্ষণ রাখা দেশীয় তৈরি ৩টি একনালা বন্দুক এবং ১টি এলজি বন্দুক উদ্ধার করা হয়েছে। আটক সিরাজুল ইসলামকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করার পর অস্ত্রগুলো থানায় জমা করা হয়েছে।