English Version
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০ ২০:৩৯

দিনাজপুরে ১৫তম শ্রীশ্রী গীতা জয়ন্তী মহোৎসব

অনলাইন ডেস্ক
দিনাজপুরে ১৫তম শ্রীশ্রী গীতা জয়ন্তী মহোৎসব

শ্রীশ্রী গীতা মাতার শুভ আবির্ভাব উপলক্ষে আবহান কীর্তনাদি, রাধাকৃষ্ণের পূজা, মন্ত্রদান এবং তারকব্রহ্ম মহানাম কীর্ত্তনের মাধ্যমে দিনব্যাপী ১৫তম শ্রীশ্রী গীতা জয়ন্তী মহোৎসব-২০২০ পালন করা হয়েছে। জয়ন্তী মহোৎসবে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষণীয় ছিল। 

রবিবার শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের ভক্তবৃন্দের আয়োজনে এবং শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের যুব কমিটির সহযোগিতায় দিনাজপুরের বিরল উপজেলার শিবপুর গ্রামে দিনব্যাপী এই শ্রীশ্রী গীতা জয়ন্তী মহোৎসব পালন করা হয়।

শ্রীশ্রী গীতা জয়ন্তী মহোৎসবে বিভিন্ন কর্মসূচীর মধ্যে সকাল ৭টায় বাবুল চন্দ্র রায় এর পরিচালনায় আবহান কীর্তনাদি, সকাল সাড়ে ৮টায় রাধাকৃষ্ণের পূজা, দুপুর ১২টায় মন্ত্রদান এবং তারকব্রহ্ম মহানাম কীর্ত্তন করার মাধ্যমে গীতা জয়ন্তী মহোৎসব এর সমাপ্তি ঘটে। ১৫তম শ্রীশ্রী গীতা জয়ন্তী মহোৎসবে পৌরহিত্য করেন শ্রীমৎ নিত্যানন্দ নাথ। বিকেল ৩টায় ১৫তম শ্রীশ্রী গীতা জয়ন্তী মহোৎসব-২০২০ পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা জজ কোর্টের অবসর প্রাপ্ত জজ শ্রী সত্যেন্দ্রনাথ রায়। সভায় শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের সভাপতি শ্রীমৎ উমেশ ব্রহ্মচারী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী রমাকান্ত রায়, শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের বিশিষ্ট ধর্মীয় আলোচক এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্রী নির্মল চন্দ্র দেব, কাহারোল জয়নন্দ ডিগ্রী কলেজের প্রভাষক শ্রী হরিশ চন্দ্র দেবশর্মা (পার্থ দেব), বোচাগঞ্জ উপজেলার হাট মাধবপুর মডেল একাডেমীর অধ্যক্ষ শ্রী সবাশ চন্দ্র দেবশর্মা, এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ শ্রীমৎ নিত্যানন্দ নাথ (জয়দেব) প্রমুখ।