English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০ ২২:৫০

নাঙ্গলকোটে নিখোঁজের ২ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
নাঙ্গলকোটে নিখোঁজের ২ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের ২ দিন পর হেদায়েত উল্লাহ মজুমদার (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার বিকেলে পৌরসদরের ঘোত্রশাল দীঘি থেকে পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। নিহত হেদায়েত উল্লাহ পৌরসভার দাউদপুর গ্রামের মৃত জানু মিয়ার ছেলে। তিনি নাঙ্গলকোট সাব রেজিস্ট্রি অফিসের সাবেক দলিল লেখক।

নিহতের স্বজনরা জানান, হেদায়েত উল্লাহ মজুমদার দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার তিনি নিখোঁজ হলে ছেলে সোহরাব হোসেন নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের দুইদিন পর স্থানীয়রা দীঘিতে মরদেহ ভাসতে দেখে নাঙ্গলকোট থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।