English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০ ১৬:৪০

ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কের হার্ড শোল্ডার কাজ শুরু

অনলাইন ডেস্ক
ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কের হার্ড শোল্ডার কাজ শুরু

ঢাকা-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের হার্ড শোল্ডার কাজ শুরু হয়েছে। শনিবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দান দিঘী এলাকায় এ কাজের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এই প্রকল্পের আওতায় ঢাকা-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের পঞ্চগড় সড়ক বিভাগীয় অংশে প্রায় সাড়ে এগারো কিলোমিটার রাস্তা দুই পাশে প্রসস্থ করা হবে। 

হার্ড শোল্ডার নির্মাণে খরচ হবে প্রায় পঁচিশ কোটি টাকা। পঞ্চগড়ের এই এলাকাটি দুর্ঘটনা প্রবণ এলাকা। তাই হার্ড শোল্ডার নির্মাণ হলে রাস্তা প্রসস্থ হবে। ফলে চলাচলে স্বস্তি আসার পাশাপাপাশি দুর্ঘটনার ঝুঁকি কমবে মনে করেন সংশ্লিষ্টরা।

রেলমন্ত্রী এসময় ময়দানদিঘী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের দ্বিতল ভবন এবং ময়দান দিঘী উচ্চবিদ‍্যালয়ের বহুতল ভবন উদ্বোধন করেন।  উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব‍্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. সুরুজ মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম‍্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, বোদা উপজেলা চেয়ারম‍্যান ফারুক আলম, বোদা পৌরসভা মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, ময়দান দিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নকিবুল হাবিব বাবলা ও সাধারণ সম্পাদক মুকুল চন্দ্র রায় প্রমুখ।  পঞ্চগড় সড়ক বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী মো: ফিরোজ আখতার।