English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০ ২২:৫৪

চট্টগ্রামে ব্যবসায়ীর টাকা লুটের অভিযোগে দুই পুলিশ বরখাস্ত

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে ব্যবসায়ীর টাকা লুটের অভিযোগে দুই পুলিশ বরখাস্ত

ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে টাকা লুটের অভিযোগে দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন উপ-পরিদর্শক সাইফুল আলম এবং কনস্টেবল সাইফুল ইসলাম। শুক্রবার তাদের বরখাস্ত করা হয়। 

এরআগে বৃহস্পতিবার তাদের গ্রেফতার করে সীতাকুণ্ড থানা পুলিশ। এ বিষয়ে মুখ খুলতে চায়নি পুলিশের উধ্বর্তন কোনো কর্মকর্তা।

জানা যায়, গত ২০ ডিসেম্বর আবু জাফর নামে এক ব্যক্তি জামালপুর থেকে সীতাকুণ্ডে আসেন পিকআপ ভ্যান কিনতে। গাড়ি পছন্দ না হওয়ায় ফের বাড়ি যাওয়ার পথে দুই পুলিশ সদস্য তাকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে আটক করে বিভিন্ন জায়গায় ঘুরায়। পরে তার কাছে থাকা ২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে একটা গাড়িতে তুলে দেয়। চট্টগ্রামের পুলিশ সুপার বিষয়টা জানতে পেরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়।