English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০ ১০:৪২

হাসপাতালে মারধরের শিকার সেই ছাত্রলীগ নেত্রী, জানালেন শারীরিক অবস্থা ভালো না

অনলাইন ডেস্ক
হাসপাতালে মারধরের শিকার সেই ছাত্রলীগ নেত্রী, জানালেন শারীরিক অবস্থা ভালো না

নিজ সংগঠনের সিনিয়র নেত্রীদের মারধরের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের সাবেক এজিএস ও হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। 

মারধরের শিকার ফাল্গুনী দাস তন্বী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমার শারীরিক অবস্থা ভালো না। কথা বলতে কষ্ট হচ্ছে। পরে কথা বলবো।

প্রসঙ্গত, গত সোমবার রাত সাড়ে বারোটার দিকে নিজের সংগঠনের দুই নেত্রী ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তা তাকে ডেকে নিয়ে মারধর করেন।