English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০ ১৮:২৬

নোয়াখালীতে তিন নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার

অনলাইন ডেস্ক
নোয়াখালীতে তিন নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার

নোয়াখালীর সুধারামের ধর্মপুর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে খায়রুন নেছার বসত বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এসময় তিন নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। পরে সুধারাম থানার এএসআই আরিফ হোসেন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং হাসপাতালে ভর্তির জন্য পাঠায়। 

আহতদের মধ্যে খায়রুন নেছা (৩০), শাহনারা বেগম (৫০) কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।

সুধারাম থানার এএসআই আরিফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি তাদের উদ্ধার করেছি। সুধারাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাহেদ জানান, বিষয়টি আমি দেখতেছি। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।