English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০ ২০:২২

নাটোরে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে নাটোর জেলা পুলিশ

অনলাইন ডেস্ক
নাটোরে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে নাটোর জেলা পুলিশ

মহান বিজয় দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে নাটোর জেলা পুলিশ। 

নাটোর জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইন্সের ডিল শেডে ৩১জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। 

এসময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো মোহসিন, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আকতার, খেতাব প্রাপ্ত বীর প্রতীক মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এসময় যুদ্ধকালীন সময়ে নানা ঘটনা নিয়ে স্মৃতিচারণ করে মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস তরুণ প্রজন্মে মধ্যে ছড়িয়ে দিতে হবে। দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে হবে তরুণ প্রজন্মকে। পরে মুক্তিযোদ্ধাদের ফুল এবং উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।