English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০ ১৯:৫০

মাস্ক না পরায় রাজশাহীতে সাত জনকে অর্থদণ্ড

অনলাইন ডেস্ক
মাস্ক না পরায় রাজশাহীতে সাত জনকে অর্থদণ্ড

মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে রাজশাহীতে ৭ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। এ সময় মহানগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে সাত জনকে ২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।   অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম। তিনি বলেন, সকাল থেকে মহানগরের সাহেববাজার জিরোপয়েন্ট, আরডিএ মার্কেট ও বড়কুঠির সামনে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ওপর অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।