English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০ ১৯:০৭

ডোমারে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

অনলাইন ডেস্ক
ডোমারে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে আবুল কাশেম (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের আউট সিগন্যাল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কাশেম একই ইউনিয়নের টংবান্দা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। 

ডোমার রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, রেললাইন অতিক্রম করার সময় চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইলে কাটা পড়েন তিনি। নিহতের ছেলে আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় আমার বাবাকে উদ্ধার করি। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক(এসআই) শফিউল ইসলাম।