English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০ ১৩:৪৩

শ্রীপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

অনলাইন ডেস্ক
শ্রীপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক ফরিদ মিয়া (৩২) নিহত হয়েছেন। সে উপজেলার বরমী ইউনিয়নের ভিটি পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ভিটিপাড়া চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অংকুর কুমার ভট্টাচার্য এর সত্যতা নিশ্চিত করেছেন। 

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অংকুর কুমার ভট্টাচার্য জানান, ফরিদ বরমী-ভিটিপাড়া সড়কের চৌরাস্তা মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ফরিদ মারা যায়। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।