English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০ ১৯:৫১

সরাইলে ৬ জুয়াড়ি গ্রেফতার

অনলাইন ডেস্ক
সরাইলে ৬ জুয়াড়ি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোবাইলে জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। রবিবার রাত ৭টার দিকে উপজেলার সৈয়দটুলা গ্রামের একটি দোকান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে  নগদ ৭৭ হাজার ২ শত ১০ টাকা ও ৬টি স্কিন র্টাচ মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন তৌফিক মিয়া (৩৫), মমিন মিয়া (৩৩), মুসলিম মিয়া (২০), শাহীন মিয়া (৪৮), মীর মাহফুজ আলী (৩০) ও আমীর আলী (৩৬)। তাদের বাড়ি সরাইল উপজেলার বিভিন্ন গ্রামে। রবিবার রাত ১১টায় ভৈরব র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাব সদস্যরা সরাইল উপজেলার সৈয়দটোলা গ্রামের একটি দোকানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন খেলায় জুয়ায় বাজি ধরতেন। তাদের মোবাইল ফোনে জুয়া খেলার বিভিন্ন এ্যাপস ছিলো। এ সময় তাদের কাছ থেকে ৭৭ হাজার ২শত ১০টাকা ও ৬টি স্কিন র্টাচ মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।