English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০ ১৯:৪০

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু

অনলাইন ডেস্ক
বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শ্রবণপ্রতিবন্ধী এক মহিলার মৃত্যু ঘটেছে। সোমবার দুপুরে বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাশী গ্রামের ছোটপুল নামক স্থানে কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মতিয়ার কাজী জানান, সোতাশি গ্রামের রজনী মন্ডলের স্ত্রী সুচিত্রা মন্ডল (৪০) রেললাইনের পাশে বসে রোদ পোহাছিলো। সে শ্রবণ প্রতিবন্ধী হওয়ার কারণে কানে না শোনায় ট্রেনে আঘাত খেয়ে মারাত্মক আহত অবস্থায় পড়ে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়। বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডা. রাজ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।