English Version
আপডেট : ৯ অক্টোবর, ২০১৭ ১২:২৬

রোহিঙ্গাবাহী নৌকাডুবি : ১২ লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
রোহিঙ্গাবাহী নৌকাডুবি : ১২ লাশ উদ্ধার

টেকনাফের নাফ নদীতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী একটি নৌকাডুবির ঘটনায় শিশুসহ ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে ১০ শিশু, এক নারী ও এক পুরুষ রয়েছে। তবে এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন।

রোববার রাত রাত ১০টার দিকে নাফ নদীর গোলারচর পয়েন্টে রোহিঙ্গাবাহী নৌকাটি ডুবে যায়। ঘটনার কিছু সময় পর আটজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এরআগে গত ২৮ সেপ্টেম্বর টেকনাফের পাশের উপজেলা উখিয়ার ইনানী সৈকতের কাছে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে ২০ জন মারা যান।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় শিশু, নারী, পুরুষসহ আটজনকে বিজিবির টহল দল উদ্ধার করেছে। জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গারা ৩০ থেকে ৩২ জনের মতো নিখোঁজ রয়েছে বলে দাবি করছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান জানান, নৌকাডুবির ঘটনায় শিশুসহ ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও অনেক নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার অভিযান চলছে।