English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৭ ১৭:২৯

কুমিল্লায় খাবার খেয়ে প্রবাসী পরিবারের ৫ সদস্য হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় খাবার খেয়ে প্রবাসী পরিবারের ৫ সদস্য হাসপাতালে

 

কুমিল্লা প্রতিনিধি : রাতের খাবার খেয়ে এক প্রবাসী পরিবারের ৫ সদস্য অচেতন হয়ে পড়ে। বাড়ীর লোকজন তাদের উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে জেলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের চাটিতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলার চাটিতলা গ্রামের নুর রহমানের একমাত্র ছেলে আবদুল আউয়াল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব প্রবাসী। তার স্ত্রী আয়েশা বেগম (২৮), মেয়ে আঁখি আক্তার (৮), ছেলে আবির (৬), আয়ান (৪), ভাগনী মেরিনা আকতার (১৮) একসাথে রাতের খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। এরপর ওই প্রবাসীর মা অপর ঘর থেকে এসে তাদের অজ্ঞান অবস্থায় দেখে চিৎকার করলে বাড়ীর লোকজন তাদের উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

ওই প্রবাসীর চাচা মোহাম্মদ আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ আইয়ূব বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।