English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৭ ১২:০৭

যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ কর্মীকে ছুরিকাঘাত

যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ কর্মীকে ছুরিকাঘাত

 

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আহত আওয়ামী লীগ কর্মী বদর আজিমউদ্দিন (৫৩) তার নিজ এলাকায় ছুরিকাঘাতে আহত হয়েছেন। 

 

শুক্রবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। আজিম উদ্দিন রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়ার পূর্ব শেখদি, স্কুল রোডের বাসিন্দা। 

 

স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেছেন। 

 

ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই বাবুল মিয়া জানান, দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে হাতে, পায়ে, মুখে, বুকে ও পিঠে আঘাত করেছে।

 

তার স্ত্রী জান্নাতুল নাহার জানান, তার স্বামী আওয়ামী লীগের একজন কর্মী। ২১ আগস্ট তিনি গ্রেনেড হামলায় আহত হন। তার দেহে এখনো বেশ কিছু স্প্লিন্টার রয়ে গেছে। এ জন্য চিকিৎসাও চলছে। 

 

জান্নাতুল নাহার বলেন, শুক্রবার ভোরে গ্রেনেড হামলা দিবস পালনে চাঁদপুর হাইমচরে এক অনুষ্ঠানে যোগ দিতেই তিনি বাসা থেকে বের হন। তখনই দুর্বৃত্তরা আক্রমণ করে। তিনি আক্রমণকারীদের চিনতে পেরেছেন।