English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৭ ০০:০৫

ধামরাইয়ে ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ , ৩ ব্যবসায়ীকে জরিমানা

ধামরাইয়ে ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ , ৩ ব্যবসায়ীকে জরিমানা

 

ধামরাইয়ে আট লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও বিক্রির করার দায়ে তিন ব্যবসায়ী ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।জব্দকৃত কারেন্ট জালের মূল্য ছিল প্রায় ১৫ লাখ টাকা।

 

বৃহস্পতিবার  ধামরাই উপজেলা কালামপুর বাজারে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা আবুল কালাম এ অভিযান চালিয়ে তিন ব্যবসায়ী ও আট লাখ মিটার কারেন্ট জাল আটক করে। আটককৃত তিন ব্যবসায়ী হচ্ছে আলাউদ্দিন (৩৫), ইব্রাহিম(৩০) ও রজব আলী (৪০)। 

 

ভ্রামমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা আবুল কালাম জানান, গোপন সংবাদ ভিওিতে ধামরাই কালামপুর বাজার অভিযান চালিয়ে আট লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত আট লাখ মিটার কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়।এই সময় উপস্থিত থাকেন উপজেলা মৎস্য কর্মকর্তা কণা প্রীতি পাল।