English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৭ ১৬:০৩

ধামরাইয়ে এমপির অর্থায়নে প্রতিটি ইউনিয়নে জাতীয় শোক দিবস পালন

ধামরাইয়ে এমপির অর্থায়নে প্রতিটি ইউনিয়নে জাতীয় শোক দিবস পালন

 

ঢাকার ধামরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় এমপি আলহাজ এমএ মালেকের নেতৃত্বে উপজেলা আওযামী লীগ ১৫ দিনব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে। এরমধ্যে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, আলোচনাসভা, দোয়া মাহফিল ও গণভোজ।

প্রথমদিন ১৫ আগষ্ট ধামরাই পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৯টি স্থানে  ও ধামরাই প্রেসক্লাবে এ কর্মসূচী পালন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মালেক।

 

এছাড়াও ১৬টি ইউনিয়নের মধ্যে সোমভাগ, চৌহাট, আমতা, গাঙ্গুটিয়া, বালিয়া যাদবপুর ,ভাড়ারিয়া, কুশুরা. সোমভাগ , সানড়া, ধামরাই ইউনিয়নের একাধিক স্থানে কর্মসূচি পালন করা হয়েছে। পর্যায়ক্রমে  সব ইউনিয়নে এ কর্মসূচী পালন করা হবে বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম। 

 

স্থানীয় এমপি ও  উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেক প্রতিটি ইউনিয়নে নিজস্ব অর্থায়নে আলোচনাসভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করছেন। ইউনিয়ন পর্যায়ে দলীয় নেতাকর্মীরা যাতে সু-সংগঠিত থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয় অর্থ্যাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত যেন শক্তিশালী করতে পারে তার জন্যই তিনি প্রতিটি ইউনিয়নে নিজে এ কর্মসূচী দিয়েছেন বলে দলের নেতাকর্মীরা জানিয়েছেন।