English Version
আপডেট : ১৭ আগস্ট, ২০১৭ ০৮:৫২

যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ভয়াভহ আকার ধারণ করেছে

নিজস্ব প্রতিবেদক
যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ভয়াভহ আকার ধারণ করেছে

 

তারাকান্দির নিকটবর্তী স্থল প্রাইমারী স্কুলের কাছে যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ(তারাকান্দি টু ভূয়াপুর মহাসড়ক)বাঁধ ভেঙ্গে গেছে রাত একটার দিকে।

 

বিকট শব্দে পানি প্রবাহিত হয়ে প্লাবিত হচ্ছে পিংনা,স্থল,পুরান ঘাট সহ আশেপাশের এলাকা।সরিষাবাড়ির বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করতে যাচ্ছে।সবাইকে সাবধানে ও নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

No automatic alt text available.

 

*বাঁধের ক্ষতি হ্রাস করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ।

 

*মাইকিং করে লোকজনকে উচু স্থানে যেতে বলা হচ্ছে।

 

*পুরান ঘাট এলাকার লোকজন বাড়িঘর ছেড়ে রাস্তায় অবস্থান করছে।

 

এই মুহুর্তে সরিষাবাড়িবাসীর জন্য এটাই সবচেয়ে দুঃখজনক সংবাদ।

 

Image may contain: one or more people and outdoor