English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৭ ১৮:২৪

সফল অস্ত্রোপচারে আলাদা হলো ১০মাস বয়সী জোড়া শিশু তৌফা ও তহুরা

সফল অস্ত্রোপচারে আলাদা হলো ১০মাস বয়সী জোড়া শিশু তৌফা ও তহুরা

 

 

সফল অস্ত্রোপচারের মাধ্যমে গাইবান্ধার সুন্দরগঞ্জের ১০ মাস বয়সী জোড়া শিশু তৌফা ও তহুরাকে আলাদা করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের অস্ত্রোপচার করা হয়। ঢামেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ উল হক (কাজল) জানান, সকাল ৮টায় জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে এ অস্ত্রোপচার শুরু হয়।

 

ঢামেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক সাহনূর ইসলাম জানান, অস্ত্রোপচারের জন্য বিভিন্ন বিভাগের ১৬ জন চিকিৎসক নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

 

২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার রাজ মিয়ার স্ত্রী সাহিদা আক্তার এ জোড়া শিশুর জন্ম দেন। ৭ অক্টোবর ৯ দিন বয়সে জোড়া শিশু দুটিকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে মেডিক্যাল বোর্ড গঠন করে জোড়া শিশু দুটির প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়। তখন ছোট একটি অপারেশনের মাধ্যমে তাদের পায়খানার রাস্তা আলাদা করে দেওয়া হয়। এরপর তাদেরকে শুধু প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছিল। দীর্ঘ ১০ মাস প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখার পর তৌফা ও তহুরার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।

 

দেরিতে শিশু দুটিকে আলাদা করা প্রসঙ্গে ঢামেক হাসপতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মিজানুর রহমান জানান, প্রথমদিকে শিশু দুটির ওজন কম ছিল। তাদের রক্তে সেপটিসেমিয়া ছিল। যা অস্ত্রোপচারের জন্য উপযুক্ত ছিল না। তাদেরকে অস্ত্রোপচারের জন্য উপযুক্ত করে অস্ত্রোপচার করা হয়েছে।