English Version
আপডেট : ২৮ জুলাই, ২০১৭ ১৭:২২

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোপালগঞ্জে মাজার জিয়ারত, র‌্যালি, আলোচনা সভার মধ্যদিয়ে  পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী  স্বেচ্ছাসেবকলীগের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

এ উপলক্ষ্যে জেলা স্বেচ্ছাসেবকলীগ বৃহস্পতিবার সকাল ১০ টায় টুঙ্গিপাড়া জাতির জনকের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির জনকের রুহের মাগফিরাত কামনা করা হয়। এসময় কেন্দ্রীয় যুবলীগের  প্রেসিডিয়াম সদস্য  শেখ ফজলে নাঈম, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক  আকরাম হোসেন, যুগ্ম আহবায়ক বি এম আলম সিদ্দিকীসহ  জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা স্বেচ্ছাসেবকলীগ জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালিতে কেন্দ্রীয় যুবলীগের  প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে নাঈম,  জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক  আকরাম হোসেন, যুগ্ম আহবায়ক বি এম আলম সিদ্দিকী, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোহসিন সিকদারসহ  জেলা, উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক আকরাম হোসেনের সভাপতিতত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহবায়ক বিএম আলম সিদ্দীকি, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্বাস হোসেন, সাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল, মোঃ সায়মন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোহসিন সিকদারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।