English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৩০

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ফাইল ছবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ছাটকড়াইবাড়ী সীমান্তে ভারতীয় বিএসএফ-এর গুলিতে টুলু মিয়া (৬০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সিফাত আলী (৩৫) নামে আরো এক বাংলাদেশি।

জানা যায়, শুক্রবার ভোররাতে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী সীমান্তে টুলু মিয়া ও সিফাত আলীসহ কয়েকজন গরু আনতে সীমান্তে যায়। এসময় বিএসএফ-এর ৫৭ ব্যাটেলিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে টুলু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন এবং সিফাত আহত হন।   জামালপুরস্থ ৩৫ বিজিবির পরিচালক লে. কর্নেল মো. আতিকুর রহমান জানান, আহত ব্যক্তি বর্তমানে গোপনে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার সকালে পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফ-এর কাছে এবিষয়ে পত্র দেওয়া হবে।