English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৩৮

উত্তরায় ক্লাস ফাকিদিয়ে ঘুরতে এসে পুলিশের জালে আটক ৩০

মুচলেকা দিয়ে মুক্তি
মোঃ ইলিয়াছ মোল্লা
উত্তরায় ক্লাস ফাকিদিয়ে ঘুরতে এসে পুলিশের জালে আটক ৩০

কিশোর অপরাধ দমনে রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানের প্রথম দিনে  ৩০ তরুন তরুনিকে  আটক করে মুচলেকার বিনিময় ছেড়ে দেওয়া হয়েছে । গত ৩১শে জানুয়রী উত্তরা পশ্চিম থানা পুলিশ কর্তৃক আয়োজিত কিশোর অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রনে বিশাল ১ সমাবেশে উত্তরা জোনের ডিসি বিধান ত্রীপুরার নির্দেশ অনুযায়ী এই বিশেষ অভিযান চালানো হয় । ৮ জানয়ারি  বুধবার সকাল ১০টা থেক রাত ৮টা পর্যন্ত উত্তরা হাইস্কুলের সামনে,রবিন্দ্র স্বরনীর সাংগামের মোড়, ১২নং সেক্টর মাঠ, খালপার, ১৩ নং সেক্টর খেলার মাঠ,১৪ নং সেক্টর পার্কসহ উত্তরার বিভিন্ন জায়গা থেকে এসব স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদর আটক করাহয় । পরে তাদের গার্ডিয়ানদের খবর দিয়ে কিশোর অপরাধ সম্পর্কে অবগত পুর্বক মুচলেখা নিয়ে তাদের ছেড়ে দেয়াহয় । অদুর ভবিশ্যতে এদের কাউকে আটক করাহলে আইনানুগ ব্যবস্থার গ্রহন করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় । প্রথম দিনের এই অভিযানে উত্তরা প্রায় অনেকটাই শান্তবলে যানিয়েছেন এলাকা বাসি । পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী । এই বিষয়ে উত্তরা পশ্চিম থানার (ওসি) অপারেশন শাহ-আলম জানান,গত ৩১ জানুয়ারী উত্তরার ১৩ নং সেক্টরে কিশোর অপরাধ দমন ও মাদক বিরুধী সমাবেশে আমাদের ডিসি স্যার ঘোষনা দিয়ে ছিলেন, ক্লাস চলাকালিন ও সন্ধার পর স্কুল-কলেজ পড়ুয়া তরুন-তরুনীরা আড্ডাবাজিতে থাকলে গ্রেফতার করাহবে, তারি ধারাবাহিকতায় আমাদের আজকের অভিযান । এখন থেক নিয়মিত এই অভিযান চলবে । অভিবাবকদের তাদের সন্তানদের প্রতি নিয়মিত খেয়াল রাখার অনুরুধ যানান তিনি ।