English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৫৬

রাজশাহীতে যুবকের হাত-পায়ের রগ কর্তন

নাজমুস সাকিব,
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে যুবকের হাত-পায়ের রগ কর্তন

রাজশাহী: পূর্ব শত্রুতার জের ধরে রাজশাহী মহানগরীতে হাত-পায়ের রগ কেটে আসাদুজ্জামান রোকন (২৫) নামে এক যুবককে হত্যার চেষ্টা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে নগরীর বালিয়াপুকুর ছোট বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় আহত রোকনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোকন বালিয়াপুকুর এলাকার আবদুর রশিদের ছেলে।

রোকনের ছোট ভাই ফিরোজ কবীর জানান, এলাকার আদর ও সনেট নামে দুই যুবকের সঙ্গে তার ভাইয়ের আগে থেকেই বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ছোট বটতলা এলাকায় রোকনকে একা পেয়ে ওই দুই যুবক চাকু ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালান। এসময় রোকনের ডান হাতের কব্জি ও বাম পায়ের গোড়ালির ওপরের অংশের রগ কেটে ফেলা হয়। এছাড়া তার বাম হাতের বাহু ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত করা হয়। এতে রোকন গুরুতর আহত হলে হামলাকারীরা তাকে ফেলে পালিয়ে যান। 

পরে স্থানীয়রা তাকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত রোকনের অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার শরীরে রক্ত দেয়া হচ্ছে।

নগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন খান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। হাসপাতালে পুলিশ পাঠিয়ে ঘটনার প্রাথমিক তদন্ত করা হচ্ছে। পাশাপাশি হামলাকারীদেরও আটক করতে অভিযান শুরু হয়েছে।