English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৭ ১৩:৩৬

বরিশালে মাইক্রোবাস সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
বরিশালে মাইক্রোবাস সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বরিশালের বাবুগঞ্জ উপজেলা

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি মাইক্রোবাস দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছে। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোররাতে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

বরিশালের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বরিশাল থেকে ফরিদপুরগামী মাইক্রোবাসটি দোয়ারিকা-শিকারপুর সেতুর বাইপাস সড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সমীর ও বরিশাল নগরীর সাগরদী এলাকার ব্যবসায়ী মনির নিহত হন। আহত অন্য দুজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

ওসি আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ভোররাতে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।