English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৭ ১১:৫৮

চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় দাদি-নাতনির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় দাদি-নাতনির মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রামে দেওয়ান বাজার এলাকায় মাদ্রাসা ভবনের অগ্নিকাণ্ডে দগ্ধ চারজনের মধ্যে দাদি-নাতনি মারা গেছেন। 

শুক্রবার দিবাগত রাত ১টার সময় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, ছমুদা খাতুন (৭০) ও নাতনি তনিমা আফরিন (১৭)। 

গতকাল শুক্রবার সকাল পাঁচটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছিল। সেখোনে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।   এবিষয়টি নিশ্চিত করেন চমেক পুলিশফাঁড়ির এসআই জহিরুল।