English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৭ ১২:১৪

আমুরোড স্কুল এণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, চেয়ারম্যানকে সংবর্ধনা

এম এস জিলানী আখনজী
নিজস্ব প্রতিবেদক
আমুরোড স্কুল এণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, চেয়ারম্যানকে সংবর্ধনা

চুনারুঘাট,হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চুনারুঘাটের আমুরোড হাই স্কুল এণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানকে গণসংবর্ধনা দেয়া হয়। 

গতকাল বুধবার স্কুল এণ্ড কলেজ চত্বরে এই পুররস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৪ জানুয়ারী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনে ক্রীড়া প্রতিযোগিতা শেষ হলে গতকাল ২৫ জানুয়ারি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। 

স্কুলটির অধ্যক্ষ আলাউদ্দি মাস্টার ও স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির সভাপতি ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মুশফিক হোসেন চৌধুরী।   বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো: আবু তাহের, প্রাক্তন প্রধান শিক্ষক আ: রহিম, প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আ: লতিফ, উপজেলা আওয়ামীলীগ নেতা-প্রাক্তন মেম্বার হাছন আলী, স্থানীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আমুরোড বাজার সেক্রেটারি  মিজানুর রহমান (মিজান), জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যা ছালেহা বেগম, ইউপি সদস্য ও স্থানীয় যুবলীগ সেক্রেটারী শফিকুর রহমান শাফু, উপজেলা কৃষকলীগের সেক্রেটারী মুজিবুর রহমান, আবুল কালাম শামছুদ্দিন, প্রাক্তন ছাত্র আ: ছাত্তার, শামছুল আলম ফুল মিয়া ও পল্লী চিকিৎসক আলমগীর হোসেন প্রমূখ। 

প্রধান অতিথি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী আমুরোড হাইস্কুল ভবনকে দোতলা ভবনে রূপান্তরিত করবেন বলে ঘোষণা দেন।