English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৭ ০২:২২

নাসিরনগর উপজেলার চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত আঁখি

নিজস্ব প্রতিবেদক
নাসিরনগর উপজেলার চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত আঁখি
আতিকুর রহমান আঁখি

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলায় অভিযুক্ত হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।

তিনি জানান, গত ১৫ জানুয়ারি তার স্বাক্ষরিত এ অফিস আদেশটি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক এবং নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৌঁছে গেছে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী জানান, চিঠিটি আজ সোমবার তাদের হাতে এসেছে। চিঠির প্রেক্ষিতে আজ দুপুরে ওই ইউনিয়ন পরিষদের সদস্যদের ভোটে ২ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ দ্বীন ইসলামকে প্যানেল চেয়ারম্যান করা হয়েছে। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। 

গত বছরের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা চালানো হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এই ঘটনায় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আঁখিকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।