English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৭ ১৩:০০

কুমিল্লার দৌলতগঞ্জ বাজারে দুই শতাধিক দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দৌলতগঞ্জ বাজারে দুই শতাধিক দোকান পুড়ে ছাই

কুমিল্লা: জেলার লাকসাম উপজেলা সদরের দৌলতগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় দুই শতাধিক দোকান পুড়ে গেছে।

শুক্রবার রাত ১১টার দিকে বাজারের মনোহরপট্টিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে দমকল বাহিনীর ৩টি ইউনিট।আগুনের ঘটনায় দুই শতাধিক দোকান পুড়ে গেছে। নিজের সামনে দোকান পুড়ে যেতে দেখে ব্যবসায়ীরা আহাজারি করছেন।

লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল-মাহফুজ জানান, আগুন মনোহরপট্টির পর কাপড়িয়াপট্টি, বিছানাপট্টি এবং স্বর্ণ পট্টিতেও ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে লাকসাম ফায়ার সার্ভিসের ২টি ও কুমিল্লা সদর দক্ষিণ থেকে যাওয়া ১টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।