English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৭ ২১:১৪

লিটনের আসনে উপনির্বাচন ২২ মার্চ

এল এন শাহী,
নিজস্ব প্রতিবেদক
লিটনের আসনে উপনির্বাচন ২২ মার্চ

গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আসন্ন ফেব্রুয়ারি মাসের ১ম সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে।    

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ায় পর আসনি শুন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার নির্বাচন কমিশনের সচিব মুহাম্মদ আব্দুল্লাহ্ প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন।