English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৭ ২১:০৬

নড়াইলে সুলতান মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

উজ্জ্বল রায়,
নিজস্ব প্রতিবেদক
নড়াইলে সুলতান মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল: নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলার চতুর্থদিন বুধবার দুপুরে সুলতান মঞ্চ চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শিশু থেকে দশম শ্রেণী পর্যন্ত চারটি গ্রুপে সহস্রাধিক শিশু প্রতিযোগিতায় অংশ নেয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুন, এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, এসএম সুলতান বেঙ্গল আর্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার শীল, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ প্রমুখ। 

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৫ জানুয়ারি থেকে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে সাতদিনব্যাপী মেলা শুরু হয়েছে। 

এবার সুলতান স্বর্ণ পদক পাচ্ছেন বরেণ্য চিত্রশিল্পী হাসেম খান। মেলার সমাপনী দিন ২১ জানুয়ারী এ পদক প্রদান করা হবে।