English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৭ ২২:৩৯

ঝিনাইদহে যুবদলের আনন্দ মিছিল

জাহিদুর রহমান তারিক,
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহে যুবদলের আনন্দ মিছিল

ঝিনাইদহ: যুবদলের কেন্দ্রীয় ঘোষিত নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল বের করেছে। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শহরের গীতাঞ্জলী সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে কেপি বসু সড়কের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

পরে সেখানে জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আহসান হাবিব রনকের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুবনেতা আশরাফুল ইসলাম পিন্টু, মীর ফজলে এলাহী শিমুল, মিজানুর রহমান সুজন, মনিরুল ইসলাম, আবু নাসের সোহাগ, রবিউল ইসলাম, হাফিজুর রহমান বেল্টু, আশরাফ, মোক্তার হোসেন, রাজু আহমেদ, ছাত্র নেতা আরিফুল ইসলাম আনন, মোস্তাক আহমেদসহ জেলা যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সমাবেশে বক্তারা সাইফুল আলম নিরবকে সভাপতি এবং সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি ঘোষণা করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।