English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৭ ১৪:৩৪

রামপালের ইউএনও রাজিব রায় মারা আর নেই

নিজস্ব প্রতিবেদক
রামপালের ইউএনও রাজিব রায় মারা আর নেই

আদিতমারী ( লালমনিরহাট): বাগেরহাটের রামপাল উপজেলা নির্বাহী অফিসার রাজিব কুমার রায় লিটন মারা গেছেন। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে রাজধানীর আ্যাপোলো হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত ইউএনও লালমনিরহাটের আদিতমারী উপজেলার টিএন্ডটি পাড়ার সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা বারেন্দনাথ রায়ের বড় ছেলে।

পারিবারিক সূত্র জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।   ১৯৮১ সালের ১৬ ডিসেম্বর আদিতমারীর মাষ্টারপাড়ায় জন্মগ্রহণ করা রাজিব। ২৭ তম বিসিএস দিয়ে প্রশাসনে যোগ দেন। ছাত্র জীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ২০০৮ সালে চাকরিতে যোগদান করেন। ২০১৩ সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অব পাবলিক পলিসি ডিগ্রি সম্পন্ন করে ২০১৫ সালের ২৩ জুলাই ইউএনও হিসেবে রামপালে যোগ দেন।

রাজিব কুমার রায়ের চার বছর ও ৬ মাস বয়সী দুটি সন্তান রয়েছে।