English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৭ ০১:০৬

স্বামীর লাঠির আঘাতে পোশাক শ্রমিকের মৃত্যু

আতিকুর রহমান (আতিক),
নিজস্ব প্রতিবেদক
স্বামীর লাঠির আঘাতে পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুর: জেলার কালিয়াকৈরে স্বামীর লাঠির আঘাতে কবিতা রাণী দাস (২৮) নামে একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নড়াইল জেলা সদরের পোড়া বাদুরী এলাকায়। এই ঘটনায় পুলিশ নিহতের ঘাতক স্বামী বাপ্পি দাসকে (৩৫) আটক করেছে।

শনিবার (১৪ জানুয়ারি) কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকার এই ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার এসআই শহীদুর রহমান ও নিহতের পরিবার জানায়, নড়াইল জেলা সদরের পোড়া বাদুরী এলাকার বাপ্পি দাস প্রায় ১২ বছর আগে একই থানার বেলাহাটি গ্রামের নির্মল গুপ্ত দাসের মেয়ে কবিতা রাণী দাসকে ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে তুলি দাস (৮) ও তজু দাস (৩) নামের দুইটি সন্তান রয়েছে। 

বাপ্পি দাস স্ত্রী ও সন্তানদের নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকার আনোয়ার হোসেনের বাড়ীতে ভাড়া থাকে। বাপ্পি দাস এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতো এবং কবিতা রানীদাস স্থানীয় সাউদার্ন নীট কম্পোজিট কারখানায় চাকুরী করতেন। বেশ কিছুদিন ধরে স্বামী ও স্ত্রীর মাঝে দাম্পত্য কলহ চলে আসছিল। 

শনিবার দুপুরে কারখানা থেকে বের হয়ে দুপুরের খাবারের জন্য বাসায় আসে কবিতা। এসময় কবিতার সঙ্গে তার স্বামী বাপ্পি দাসের বাকবিতন্ডা শুরু হয়। বাকবিন্ডার একপর্যায়ে বাপ্পি তার স্ত্রীর মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই কবিতার মৃত্যু হয়। এসময় হৈ চৈ শুনে আশপাশের লোকজন এসে কবিতাকে উদ্ধার করে বাড়ইপাড়া এলাকায় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামী বাপ্পি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং বাপ্পিকে আটক করে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।