English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৭ ১৮:৪৩

পত্নীতলায় ১৪ বিজিবির কম্বল বিতরণ

দিলিপ চৌহান,
নিজস্ব প্রতিবেদক
পত্নীতলায় ১৪ বিজিবির কম্বল বিতরণ

পত্নীতলা (নওগাঁ): ১৪ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বিজিবি) পত্নীতলা শনিবার বিজিবি ক্যাম্প চত্বর এলাকায় দরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণের আয়োজন করে। 

১৪ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বিজিবি)এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী রেজা (ইঞ্জিনিয়ার্স) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান গোল্ডেন, দিলিপ চৌহান সহ ১৪ বিজিবি পত্নীতলার অন্যান্য জোয়ান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কম্বল বিতরন শেষে ১৪ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী রেজা সকলকে অবহিত করে সীমান্ত সমস্যা তুলে ধরেন এবং সীমান্ত হত্যা, রাতে অবৈধ ভাবে সীমান্ত পারাপার ও গবাদিপশু আনায়নসহ যে কোন ধরনের অনাকাঙ্খিত কার্যকলাপে লিপ্ত না হওয়ার জন্য সকলকে আহ্বান জানান।

বিজিবি সূত্রে জানা যায়, একই ভাবে সীমান্তে বিওপি এর মাধ্যমে স্থানীয় দরিদ্র শীতার্তদের মাঝেও শীত বস্ত্র বিতরণ করা হবে।