English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৭ ১৮:৩২

ময়মনসিংহ ‘ক্লিন’ পাল্টে দিল রাস্তার চিত্র!

মেহেদী হাসান আবদুল্লাহ্
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ ‘ক্লিন’ পাল্টে দিল রাস্তার চিত্র!

ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের দুর্গাবাড়ী রোডে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ময়মনসিংহ ক্লিন নামের সংগঠনের স্বেচ্ছাসেবকরা। 

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর ৩টা থেকে শহরের প্রাণকেন্দ্র গাঙিনারপাড়স্থ দুর্গাবাড়ী রোডে এ পরিচ্ছন্নতা অভিযান চালায় ময়মনসিংহ ক্লিন নামের সংগঠনের তরুণ-তরুণীরা।Displaying mymensingh Clean news (2).jpg

এসময় প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী লাল-সবুজ টি-শার্ট পড়ে ঝাড়ু, টুকরি, কুদাল, বেলচা নিয়ে রাস্তা পরিস্কার অভিযানে অংশ নেয়। প্রায় ২ ঘন্টা শেষে তাদের কার্যক্রম শেষ হয়। এসময় পুরো দুর্গাবাড়ী রোডের চিত্রে পরিবর্তন লক্ষ্য করা গেছে।

পরিছ্ন্নতা কার্যক্রমে অংশগ্রহনকারীরা জানায়- এ কাযক্রমে অংশগ্রহনকারীরা বিভিন্ন স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরিজীবি ও বিভিন্ন পেশার। তারা মানুষের অভ্যাস পরিবর্তন ও ময়মনসিংহ নগরীকে পরিছন্ন করার করা জন্যই কাজ করে যাচ্ছে এবং ধারাবাহিক ভাবে কাজ করে যাবে।

জানাযায়, সংগঠনটি প্রতি সপ্তাহে একদিন স্বেচ্ছাশ্রমে নিদিষ্ট এলাকায় পরিছন্নতা অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ পরিছন্নতা কার্যক্রম।

উল্লেখ্য, ঢাকা ক্লিনের আদলে, গত বছরের ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্ভোধনের মাধ্যমে যাত্রা শুরু করে ময়মনসিংহ ক্লিন নামের এ সংগঠনটি। যাত্রা শুরুর পর ময়মনসিংহের প্রধান ১৪টি স্থানে পরিছন্নতা অভিযান চালিয়েছে তারা।Displaying mymensingh Clean news (3).jpg

সংগঠনটির সমন্বয়ক অ্যাড. মতিউর রহমান ফয়সাল বলেন, গত ৩ সেপ্টেম্বরে ঢাকা ক্লিনের আদলে যাত্রা শুরু করে ময়মনসিংহ ক্লিন, এর পর থেকে কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছি। আমরা এই শহরকে পরিছন্ন করে গড়ে তুলবো, মানুষের অভ্যাস পরিবর্তন না হওয়া ও পরিছন্ন ময়মনসিংহ গড়ে না উঠা পর্যন্ত আমরা কাজ করে যাব।