English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৭ ১৮:১২

মাধবপুরে ট্রাকের ধাক্কায় দুই কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
মাধবপুরে ট্রাকের ধাক্কায় দুই কলেজছাত্র নিহত

মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরেক জন। তারা হলেন, ইলিয়াস উদ্দিন (২২) ও হৃদয় দেব (২১)।

গতকাল শুক্রবার রাতে উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে তেলিয়াপাড়া যাওয়ার সময় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তেলিয়াপাড়া গ্রামে দুলাল মিয়ার ছেলে সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ইলিয়াস উদ্দিন ও অঞ্জন দেবের ছেলে বৃন্দাবন সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হৃদয় দেব নিহত হয়। গুরুতর আহত ধীরেশ ভট্টাচায্যের ছেলে সিলেট এমসি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পিয়াস ভট্টাচায্যকে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেন জানান, খবর পেয়ে দুইছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।