English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৭ ১০:৩৪

কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৬

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৬

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৩০জন।

শনিবার ভোর সোয়া ৫টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।    দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল বলেন, নীলফামারীর ডিমলা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। ঢাকা নেয়ার পথে অন্য একজনের মৃত্যু হয়। বাকিদের গৌরিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।   ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সহযোগিতায় হাইওয়ে পুলিশ গাড়িটি উদ্ধার করেছে।