English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:৫৩

জয়পুরহাটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

কালাই (জয়পুরহাট): জয়পুরহাটের কালাইয়ে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলিন ফুডস কোল্ড স্টোরেজের সামনে এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।   প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কলিন ফুডস কোল্ড স্টোরেজের সামনে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের সঙ্গে জয়পুরহাটগামী এইচ আর এন্টারপ্রাইজ নামক বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হন। নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।    কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আমিনুল ইসলাম বলেন, ওই ঘটনায় আহতদের মধ্যে ১৫ জনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।