English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৭ ২০:১৩

বিশ্ব ইজতেমার জুমার নামাজে মুসল্লিদের ঢল, ৬জনের মৃত্যু

মোঃ ইলিয়াছ মোল্লা
নিজস্ব প্রতিবেদক
বিশ্ব ইজতেমার জুমার নামাজে মুসল্লিদের ঢল, ৬জনের মৃত্যু

তুরাগ: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ৫২তম বিশ্ব ইজতেমা। শুক্রবার ফজরের নামাযের পর ভারতের মাওলানা ওবায়দুল খোরশেদ এর আ’ম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তরজমা করেন বাংলাদেশের মাওলানা জাকির। অর্ধশতাধিক দেশের কয়েক হাজার বিদেশি মেহমান ছাড়াও দেশের ১৭টি জেলার মুসুল্লিরা এই পর্বে অংশ নিচ্ছেন।

আজ শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ব বৃহৎ জুমার জামাত। এদিকে ইজতেমার জুমার নামাজে অংশ নিতে সকাল থেকে ঢাকাও এর আশাপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যক মুসল্লি ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। মুসল্লিদের আগমনে  তুরাগ বেড়ি বাধ টঙ্গী স্টেশন রোড ও তুরাগ-টঙ্গী সংযোগ সড়কসহ পুরো এলাকায় মুসল্লিরা রাস্তার উপর চট ও জায়নামাজ বিছিয়ে কেউ কেউ পত্রিকা বিছিয়ে নামাজ আদায় করেন।   

এবছর এখন পর্যন্ত ৮৭টি দেশের প্রায় ৭ হাজার বিদেশি মুসল্লি ইজতেমায় উপস্থিত হয়েছেন। এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৬জন মুসল্লি মৃত্যু হয়েছে। 

মৃত মুসল্লিরা হলেন-টাঙ্গাইলের জানু ফকির, মানিকগঞ্জের সাহেব আলী, ময়মনসিংহের নান্দাইলের মারুয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে ফজলুল হক, কক্সবাজারের হোসেন আলী ও সাতক্ষীরার আব্দুস সাত্তার এবং অজ্ঞাত একজন। 

তারা বার্ধক্যজনিত ও অসুস্থতায় কারণে মৃত্যু বরণ করেছেন। ইজতেমার মূল বয়ান মঞ্চ থেকে জ্যেষ্ঠ মুরুব্বিরা আগত মুসল্লিদের উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশিত ইসলামি বিধানের উপর দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান করছেন। 

ইজতেমার নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জঙ্গি হামলা বিষয়টি মাথায় রেখে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন।