English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৭ ০০:৫৪

উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা, রাজশাহীতে বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক
উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা, রাজশাহীতে বৃষ্টিপাত

নিউজ ডেস্ক: দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্র তা বৃদ্ধি পেয়ে। গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজো উত্তরাঞ্চলে তীব্র শীত বিরাজ করছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

রাজশাহী: রাজশাহীতে আজ সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল থেকে কনকনে ঠাণ্ডা হাওয়া বইছে। এ কারণে শ্রমজীবী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাজশাহীর বুধবার গোদাগাড়িতে বৃষ্টি হয়েছে।

নাটোর: তীব্র শীতে রাস্তায় মানুষের আনাগোনা কম দেখা গেছে। দোকানপাটও খুলেছে কম। যানবাহনও চলাচল করে সীমিত পরিসরে। আগুনের তাপে শীত নিবারণের চেষ্টা করেন সাধারণ মানুষ।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়তে থাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। রাস্তাঘাটে মানুষের চলাচল অনেক কমে গেছে। জেলায় সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এছাড়া, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফরিদপুর ও ঠাকুরগাঁওয়ে গত দু'দিনে তাপ মাত্রা হ্রাস পেয়েছে।