English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৭ ১৬:১০

পাবনা জেলা পরিষদের নবনিরবাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ

এম এইচ মকিম,
নিজস্ব প্রতিবেদক
পাবনা জেলা পরিষদের নবনিরবাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ
রেজাউল রহিম লাল

পাবনা: আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে শপথ নিলেন পাবনা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ, ত্যাগী নেতা ও পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল। 

আজ প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা ভবনে এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নেওয়ার সৌভাগ্য হওয়ায় আমি অভিভূত”।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী উত্তরবঙ্গের কৃতি সন্তান মোহাম্মদ নাসিম, পাবনার চার এমপি যথাক্রমে গোলাম ফারুক প্রিন্স, অ্যাডভোকেট শামসুল হক টুকু, খন্দকার আজিজুল হক আরজু এবং মকবুল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া পাবনার সকল পৌর মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, সকল ইউপি চেয়ারম্যান মেম্বর এবং দলীয় নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন লাল।